বরিশাল অফিস :: জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা, খাদ্য সহায়তা ও কম্বল প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান ও ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান ফরহাদ মুন্সী।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, নজরুল ইসলাম ও ইউপি সদস্য হেলেনা বেগম উপস্থিত ছিলেন। একইদিন ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় খাঞ্জাপুর গ্রামের আবুল কালাম বয়াতীর রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। এতে আবুল কালামের বসতঘরসহ একই বাড়ির গিয়াস উদ্দিন, সিরাজ বয়াতী ও ফজলে বয়াতীর বসতঘর এবং একটি গোয়াল আগুনে সম্পূর্ন ভস্মিভূত হয়েছে।