শিরোনাম

অদ্ভুত কারণে মেটাতে কর্মী ছাঁটাই

Views: 16

চন্দ্রদ্বীপ ডেস্ক ::মার্ক জাকারবার্গের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের বেশ কয়েকজন কর্মীকে চাকরিচ্যুত করেছে। সাধারণত প্রতিষ্ঠানগুলো আর্থিক সমস্যা, কর্মীদের অযোগ্যতা, অথবা অসদাচরণের কারণে কর্মী ছাঁটাই করে থাকে। কিন্তু এবার অদ্ভুত এক কারণে কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে।

জানা গেছে, মেটা কর্মীদের খাবার কেনার জন্য বিশেষ ভাতা দিয়ে থাকে। কিন্তু লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের কয়েকজন কর্মী সেই ভাতার অর্থ ব্যবহার করে ক্যানটিন থেকে খাবার না কিনে ব্যক্তিগত বিভিন্ন পণ্য ক্রয়ে ব্যয় করেছেন। এর ফলস্বরূপ, তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

মেটার বেশ কয়েকটি কার্যালয়ের কর্মীরা সকালের নাশতার জন্য ২০ ডলার এবং দুপুর ও রাতের খাবারের জন্য ২৫ ডলার করে ভাতা পান। তবে খাবার কেনার বিষয়টি পরে জানতে পারে মেটা। কিন্তু কতজন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন এক বিবৃতিতে জানিয়েছেন, বিশেষ ভাতার অর্থ অন্য খাতে খরচের অভিযোগ অস্বীকার করে বলেছেন, “দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য ও অবস্থানের জন্য মেটার কয়েকটি দলে পরিবর্তন আনা হয়েছে। কিছু দলের সদস্যকে অন্য দলে বদলি করা হয়েছে এবং অনেককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *