শিরোনাম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

Views: 4

নারীদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দল ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।

বিশ্বকাপ আসরটি মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হবে, এবং সব ম্যাচ বায়োমাস ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক মালয়েশিয়া এবং বাংলাদেশসহ ১৬টি দল অংশ নেবে। বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন সুমাইয়া আক্তার, যিনি সম্প্রতি নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রানার্সআপ দলের সদস্য ছিলেন।

এশিয়া কাপের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন করা হয়েছে। মাহারুন নেছা ও আরভিন তানি দলে জায়গা পাননি, তাদের পরিবর্তে যোগ হয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন মাহারুন নেছা ও আরভিন তানি।

বাংলাদেশ দল ডি-গ্রুপে অবস্থান করছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে, বাঘিনীরা ৩-৯ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে চারটি টি-২০ ম্যাচ খেলবে। খেলোয়াড়রা ২ জানুয়ারি কলম্বোর উদ্দেশ্যে দেশত্যাগ করবেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল:
– সুমাইয়া আক্তার (অধিনায়ক)
– আফিয়া আশিমা ইরা
– ফাহমিদা ছোঁয়া
– ফারিয়া আক্তার
– হাবিবা ইসলাম পিংকি
– জান্নাতুল ইসলাম মাওয়া
– জুয়াইরিয়া ফেরদৌস
– লাকি খাতুন
– আনিসা আক্তার সোবা
– মোসাম্মৎ ইভা
– ফারজানা ইয়াসমিন
– সুমাইয়া আক্তার সুবর্ণা
– নিশিতা আক্তার নিশি
– সাদিয়া আক্তার
– সাদিয়া ইসলাম

স্ট্যান্ডবাই:
– আশরাফি ইয়াসমিন অর্থি
– লেকি চাকমা
– আরভিন তানি
– মেহেরুন নেসা

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *