চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকারকে সুন্দরভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শুক্রবার (৯ আগস্ট) বিকাল ৩ টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
বক্তব্যে মুহাম্মদ রেজাউল করীম বলেন, বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আপনাদেরকে আমরা বলতে চাই আপনারা ন্যায়ের পক্ষে দেশ পরিচালনা করবেন। আপনারা ইতিহাস ভুলে যাবেননা। দেশ স্বাধীন করার জন্য শিক্ষার্থীরা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ন্যায্য দাবি। ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ স্ব-শরীরে উপস্থিত থেকে আন্দোলন করেছে। বাংলাদেশের মাটিতে কোনো অন্যায়কারীদের কোনো স্থান হবে না। খুনিদেরকে এদেশের মাটিতে শাস্তি দিতে হবে। যারা এদেশের টাকা লুট করেছে, বিদেশে বেগম পাড়া করেছে তাদেরকে এদেশে এনে বিচার করতে হবে। আমরা তাদের বিচারের অপেক্ষায় রয়েছি। সংখ্যালঘুদের যান মালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, স্বৈরাচারী সরকারের বিদায়ের পরে দেশে আবারও খুন, দখলদারি শুরু হয়ে গেছে। একারনে আবু সাঈদরা জীবন দেয়নি! আমরা নৈরাজ্য চাই না। একটা চিহ্নিত সমাজ আবারও দখলদারিত্ব শুরু করেছে। আমরা এগুলো আর চাই না। আমি দেশে শান্তি চাই। আমরা দেশে আর বৈষম্য চাইনা।
এ সময়, ইসলামি আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।