বরিশাল অফিস :: অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বরগুনা জেলা আওয়ামী লীগ।
শনিবার সকালে শহরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মিদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নসা, শ্রম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান জামাল, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, আইসিটি সম্পাদক সুনাম দেবনাথ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, আজিজুল হক স্বপন, জেলা যুবলীগ, ছাত্রলীগ, ব্যবসায়ীসহ নেতাকর্মিরা।