শিরোনাম

অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Views: 6

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কোনোভাবেই আইনের বাইরে গিয়ে কাজ করা যাবে না।” তিনি পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত থেকে তাদের ইমেজ পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, “নিয়োগ, বদলি এবং পদোন্নতি বর্তমানে স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি ও সিটিটিসির কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ডিবির নির্ধারিত পোশাক ছাড়া কেউ গ্রেফতার করবে না। প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের বর্ডার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মিয়ানমারের আরাকান আর্মি ও সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। সীমান্তে শান্তি বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি।”

পরিদর্শনের সময় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *