বরিশাল অফিস :: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ও এস এল (অপসোনিন) ফার্মার শ্রমিকদের অযৌক্তিক ছাঁটাই বন্ধ করাসহ ৯ দফা দাবির ন্যায্য আন্দোলনে মালিক ও সেনাবাহিনীর যৌথ হুমকি-হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) বিকাল ৪টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে। কিন্তু এই অবস্থান কর্মসূচি করার সময় মালিকপক্ষ তাদেরকে নানান রকম হুমকি হয়রানি করে এবং পরবর্তীতে সেনাবাহিনী এসে জোরপূর্বক শ্রমিকদের অবস্থান থেকে উঠিয়ে দেয় এবং তাদেরকে ভবিষ্যতে আন্দোলন না করার জন্য হুমকি প্রদান করে।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অপসোনিন ফার্মা দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপর অত্যাচার অনাচার করে আসছে। এতদিন ক্ষমতাসীনদের সাথে নানান যোগসাজস করে তারা শ্রমিক বিক্ষোভ দমন করে আসছিল।
গতকাল থেকে অপসোনিন কারখানায় অযৌক্তিক শ্রমিক ছাঁটাই শুরু হলে শ্রমিকরা তার প্রতিবাদ করে এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা সহ দীর্ঘদিন ধরে কাজ করা অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং ন্যায্য মজুরি প্রদান, ৮ ঘন্টা ডিউটিসহ ৯ দফা দাবিতে ন্যায্য দাবিতে আন্দোলন করা প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার।
আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। বৈষম্য বিলোপের প্রতিশ্রুতি দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলে যদি শ্রমিকের ন্যায্য আন্দোলনের উপরে হয়রানি করা হয় সেটা অত্যন্ত দুঃখজনক। নেতৃবৃন্দ অবিলম্বে অপসোনিন ফার্মার শ্রমিকদের উপর সকল হয়রানি বন্ধ করার দাবি জানান এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া আহবান জানান।