ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সক্রিয়। তার নতুন লুকের ছবি এবং ভিডিওগুলো নিয়মিতই প্রশংসা পাচ্ছে ভক্তদের কাছ থেকে। সম্প্রতি, অপু বিশ্বাস তার নতুন মেকওভারে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন।
চার দিন আগে, তিনি রয়েল ব্লু ব্লেজার পরিধান করে একেবারে নীলাঞ্জনার রূপে হাজির হন। এই লুক দেখে তার অনুরাগীরা অবাক হয়ে যান এবং একজন কমেন্টে লেখেন, “নীলপরী”। অপু বিশ্বাসের এই নতুন রূপ দেখে ভক্তরা মন্তব্য করেন, “এত সুন্দর কেন দিদি আপনি?”
এর পাশাপাশি, অপু বিশ্বাস সাদা রঙের পোশাকেও নিজের সৌন্দর্য মেলে ধরেছেন। সদ্য তার টাইমলাইনে কিছু ছবি ভেসে বেড়িয়েছে, যেখানে সাদা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা ওড়না পরা অপু বিশ্বাস সবার নজর কেড়ে নিয়েছেন। সাদা ওড়নার ওপর রুপালি পুঁথির কাজ এবং মিলিয়ে সাদা হিল তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার কানে পাথরের দুল এবং হাতে রতনচূড়ও ভক্তদের চোখে পড়েছে।
এক নেটিজেন মন্তব্য করেন, “নতুন এক্সপ্রেশন, নতুন লুকে সুন্দর।” অন্য একজন লেখেন, “পরী!” এবং একজন লিখেছেন, “এত সুন্দর কেন দিদি আপনি?”
অপু বিশ্বাসের এই লুকের প্রশংসা শুধু তার ভক্তদের কাছেই সীমাবদ্ধ ছিল না। চিত্রনায়িকা পূজা চেরি নিজেও অপু বিশ্বাসের পোস্টে মন্তব্য করেছেন, “ইসসস! কি সুন্দর! দিদি”। অপু বিশ্বাসও পূজার মন্তব্যে জবাব দেন, “তোমার মতো না হানি”।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম