শিরোনাম

অপু বিশ্বাসের মন্তব্যে নতুন বিতর্ক

Views: 4

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস আবারও তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার সন্তান জয় না থাকলে তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না।” ইঙ্গিতপূর্ণ এই বক্তব্য নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছে।

অপু বিশ্বাস ও শাকিব খানের গোপন বিয়ে এবং সন্তান জয়ের বিষয়টি ২০১৭ সালে প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা। অন্যদিকে, শাকিবের জীবনে শবনম বুবলীর আগমন এবং সন্তান শেহজাদ খান বীরের বিষয়েও বিতর্ক থামেনি।

অপু বিশ্বাস আরও জানান, পারিবারিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি সফল হয়নি। তিনি বলেন, “প্রতিবারই মনে হয়েছে, কেউ পেছন থেকে টেনে ধরছে, যার ফলে বাঁধনটা ছিঁড়ে গেছে।”

শাকিবের সঙ্গে দুই নায়িকার দূরত্ব এবং তাদের সন্তানদের বিষয় নিয়ে এই জটিলতা ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *