মঙ্গলবার রাজধানী ঢাকা, কামরাঙ্গীচরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশি চিত্রনায়িকা অপু বিশ্বাসের। তবে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানার পর প্রতিবাদ জানিয়ে কামরাঙ্গীচর থানায় অভিযোগ দায়ের করেন। এর ফলে থানা পুলিশের হস্তক্ষেপে অপু বিশ্বাস ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এটি তারকা অভিনেত্রীদের মাঝে নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে, গত বছরের শেষের দিকে চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বাধার সম্মুখীন হন এবং কয়েকদিন আগে চিত্রনায়িকা পরীমণি একটি শো-রুম উদ্বোধনে বাধা পেয়েছিলেন। এরই মাঝে অপু বিশ্বাসের এই ঘটনা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে এবং এটি সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় তুলেছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরের পর পরীমণি তার ফেসবুকে অপু বিশ্বাসের বিষয়ে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “মজা না? মজা মজা!” পরীমণির এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহি অপু বিশ্বাসের প্রতি সহানুভূতি জানিয়ে ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন। এতে তিনি লিখেছেন, “দুঃখিত অপুদি। আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা নাহলে মেহজাবীন, পরীমণির পর কোনো শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫ হাজার বার ভাবতে হতো।”
গত বছর ২ নভেম্বর চট্টগ্রামে শো-রুম উদ্বোধন করতে গিয়ে মেহজাবীন চৌধুরীও তাওহীদি জনতার বাধার মুখে ফিরে আসেন। একইভাবে, গত ২৫ জানুয়ারি টাঙ্গাইলে একটি শো-রুম উদ্বোধন করার সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আপত্তির কারণে পরীমণি সেখানে যেতে পারেননি।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম