শিরোনাম

অপু বিশ্বাস আবারও বউ সাজলেন, সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা

Views: 11

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি একটি ফটোশুট করেছেন, যেখানে তিনি বউ সাজে উপস্থিত হয়েছেন। ফেসবুকে পোস্ট করা এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অপু ক্যাপশনে লেখেন, “শুভ সকাল। এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ।” ছবিগুলোর পোস্টে রিঅ্যাকশনের সংখ্যা ১৮ হাজারেরও বেশি, এবং মন্তব্যে দর্শকরা তার রূপের প্রশংসা করছেন।

এদিকে, অপু বিশ্বাসের বিয়ের সাজের ছবি দেখে অনুরাগীরা নানা মন্তব্য করছেন। এক ফলোয়ার, জহির, মন্তব্য করেন, “তুমি এমন একজন নায়িকা, যে চলচ্চিত্রজগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড়ে করে দিয়েছ।” অন্য একজন, রিপা হক, অপুকে ‘ঢালিউড মহারানী’ হিসেবে অভিহিত করেন এবং তার রূপের প্রশংসা করেন। একটি মন্তব্যে সুমনা বলেন, “কোথায় অপু, কোথায় বুবলি—অপু আসলেই সুন্দরী।”

অপু বিশ্বাস চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন ২০০৫ সালে, মাত্র ১৬ বছর বয়সে। তার প্রথম চলচ্চিত্র ছিল আমজাদ হোসেনের ‘কাল সকালে’। পরবর্তীতে শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে ওঠেন। শাকিবের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়, এবং তারা একসঙ্গে ৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।

অপু বিশ্বাস ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের পুত্র আব্রাম খান জয় জন্মগ্রহণ করে। তবে ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এখন অপু বিশ্বাস তার সন্তান ও ক্যারিয়ারের দিকে মনোযোগ দিয়ে ব্যস্ত রয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *