চন্দ্রদীপ ডেস্ক: এমনিতে সেমি-ফাইনালে ফেভারিট বলে কিছু থাকে না। তবে ভারত এই টুর্নামেন্টে যেভাবে খেলছে, টানা ৯ ম্যাচ জয় বা আসরের একমাত্র অপরাজিত দল বলেই শুধু নয়, একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে তারা যেভাবে গুঁড়িয়ে দিয়েছে, তাতে এই সেমি-ফাইনালে নিশ্চিতভাবেই এগিয়ে থেকে মাঠে নামছে রোহিত শার্মার দল। সঙ্গে গ্যালারির উপচেপড়া সমর্থন তো থাকবেই!
ম্যাচকে ঘিরে এমনিতেও শহরে উত্তেজনা প্রবল। মাঠের আশেপাশে দুদিন ধরে ভীড় লেগেই আছে। হন্নে হয়ে টিকেট খুঁজছেন অনেকে। কিন্তু চাইলেও কী আর সোনার হরিণের দেখা মেলে! ওয়াংখেড়ের গ্যালারি বুধবার আকাশী-নীলের সমুদ্রে রূপ নেবে নিশ্চিতভাবেই। ৩৩ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ৩৩ জন নিউজিল্যান্ড সমর্থক পাওয়া গেলেও তা হবে বিস্ময়কর।
২০১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুদল। সেখানেও ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি ঠাসা ছিল ভারতীয় সমর্থকে। কিন্তু বৃষ্টির কারণে দুই দিনে শেষ হওয়া ম্যাচে তাদেরকে স্তম্ভিত করে ফাইনালে উঠেছিল নিউ জিল্যান্ড। কন্ডিশন-গ্যালারি-পারিপার্শ্বিকতা বিরুদ্ধ হলেও নিউ জিল্যান্ড নিজেদের উজাড় করে দেবে এবারও।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই প্রত্যয়ই শোনা গেল নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কণ্ঠে।