শিরোনাম

অবশেষে দুমকির পীরতলা খালের ময়লা অপসারণ শুরু

Views: 20

পটুয়াখালী প্রতিনিধি :: চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম সহো বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা খালের ময়লা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার, ১৯ অক্টোবর সকাল সাড়ে ৮টায় খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জার্মপ্লাজমের পরিচালক ড. মাহাবুব রব্বানী, এবং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা।

এ অভিযানের প্রেক্ষাপটে উল্লেখ্য,  “দুমকিতে বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর স্থানীয়রা দীর্ঘদিন ধরে খালটি সংস্কারের দাবি জানাচ্ছিলেন। খালটি ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক খননের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও ময়লা ফেলার কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়।

খালের দুই পাশে অবস্থিত বিদ্যাপীঠ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েন। এ প্রসঙ্গে, চেয়ারম্যান আজাহার আলী মৃধা জানান, “পীরতলা খাল দীর্ঘদিন ধরে ময়লার স্তূপে পরিণত হয়েছে এবং আজকের এই উদ্যোগ জনদুর্ভোগ কমাবে।”

উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ বলেন, “প্রথমে খালের ময়লা স্কাভেটর দিয়ে পরিষ্কার করা হবে, পরে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালিত হবে।”

ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম জানিয়েছেন, পীরতলা খালের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *