শিরোনাম

অবস্থার উন্নতি না হলে বিআরটিএ বন্ধের চিন্তা: সড়ক উপদেষ্টা

Views: 7

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর অবস্থার উন্নতি না হলে সেটি বন্ধ করার চিন্তা করা হতে পারে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিআরটিএ ভবন পরিদর্শন শেষে সেখানকার কনফারেন্স রুমে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, গত ১৯ ডিসেম্বর রাজধানীর বিদ্যুৎ ভবনে এক আলোচনা সভায় তিনি বিআরটিএকে তাদের অবস্থার উন্নতির জন্য এক মাস সময় দিয়েছিলেন। এক মাসের মধ্যে কিছুটা উন্নতি হলেও, বিআরটিএ এখনও গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, “বিআরটিএর কর্মকর্তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের আচরণ গ্রহণযোগ্য নয়। আমি তাদের বলেছি, সরকারি বিভিন্ন দফতর বিলুপ্ত হয়ে গেছে। কাজের উন্নতি না হলে বিআরটিএ বন্ধ করার কথা চিন্তা করতে হবে।”

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমরা বিআরটিএকে সবসময় মনিটরিংয়ে রাখব এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান আরও বাড়ানো হবে।”

এছাড়া, তিনি উল্লেখ করেন যে, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ১২ শতাংশ বেড়েছে, এবং তাদের দায়িত্ব নেওয়ার পর সড়ক দুর্ঘটনা কমাতে না পারায় দায় স্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বিআরটিএসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছি।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *