শিরোনাম

“অবৈধ দোকানে ভরে গেছে বেলস পার্ক, পরিবেশ বিপন্ন”

Views: 5

বরিশাল শহরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র বেলস পার্ক বর্তমানে দোকানপাটে পরিপূর্ণ হয়ে উঠেছে, যা দর্শনার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রীণ সিটি পার্কসহ পার্কের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসানো এসব দোকানগুলো এখন চলাচলে বাঁধা সৃষ্টি করছে। বিশেষ করে খাবারের দোকানগুলোর কারণে মানুষের চলাফেরা করতে সমস্যা হচ্ছে, এবং বিকেলের পর মাদক সেবনের অভিযোগও উঠছে।

স্থানীয়দের মতে, গত কিছু বছরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহায়তায় বেলস পার্কে দোকান বসানো শুরু হয়। বর্তমানে সড়ক, পার্কিং স্থান, মাঠের ভেতরে দোকান বসানো হচ্ছে নিয়ম-নীতি উপেক্ষা করে। এ ছাড়া, বিভিন্ন সময়ে এসব দোকান থেকে স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে টাকা সংগ্রহ করা হচ্ছে। স্থানীয়রা জানান, বহু দোকানের মালিকরা এমনকি অগ্রিম টাকা নিয়ে দোকান বসিয়েছেন।

বেলস পার্কের সৌন্দর্য ধ্বংস হতে শুরু করেছে এবং অনেক দর্শনার্থী এই পরিস্থিতি নিয়ে বিরক্ত। বিশেষ করে, পরিবার নিয়ে সেখানে ঘুরতে আসা মানুষজনের চলাফেরার পরিবেশ আর আগের মতো নেই। এসব দোকান স্থানীয় পরিবেশে অস্থিরতা সৃষ্টি করছে এবং খাবারের পাশাপাশি মাদক বিক্রির অভিযোগও রয়েছে।

বেলস পার্কে এখন ৬০টিরও বেশি দোকান রাজাবাহাদুর সড়কের একপাশে বসানো হয়েছে। মাঠের চারপাশে দোকানের সংখ্যা ১০০ এর কাছাকাছি পৌঁছেছে। এছাড়া, গ্রীন সিটি পার্কের পার্কিং এলাকায় এবং পার্কভিউ নামক ঝুলন্ত দোকানগুলোও রয়েছে। পার্কের সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো গাছও কেটে দোকানগুলোর জন্য ব্যবহার করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, তারা টাকা দিয়ে দোকান বসিয়েছেন, তবে এসব দোকানগুলো অনুমোদিত নয়। বরিশাল সিটি কর্পোরেশনের আরআই শাখার প্রধান স্বপন কুমার বলেন, অধিকাংশ দোকান অনুমতি ছাড়াই বসানো হয়েছে। সিটি কর্পোরেশন যদি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পায়, তবে এসব দোকান উচ্ছেদ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *