শিরোনাম

‘অভিনয় করতে করতেই মরে যেতে চাই’: রওনক হাসানের অভিব্যক্তি

Views: 3

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ আসন্ন ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রওনক হাসান। সম্প্রতি তিনি নিজের অভিনয়ের প্রতি ভালোবাসা এবং জীবনের গভীর আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

রওনকের আবেগঘন পোস্ট

২১ ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রওনক হাসান একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, “গিটার বাজাতে বাজাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট পিকলু ভাই। আমিও এমনই মৃত্যু কামনা করি। অভিনয় করতে করতেই আমি চলে যাবো ওপারে।”

করোনাকালে ‘নকশী কাঁথার জমিন’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও বলেন, “এই সিনেমার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই আমরা ঝুঁকি নিয়ে কাজ করেছি। আপনাদের এই চলচ্চিত্র দেখার আমন্ত্রণ জানাই।’’

সিনেমার নির্মাণ ও প্রাপ্তি

‘নকশী কাঁথার জমিন’ পরিচালনা করেছেন আকরাম খান। হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমা ইতোমধ্যেই সাফল্যের স্বাক্ষর রেখেছে। এটি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে এবং ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল।

অভিনয়শিল্পীদের অংশগ্রহণ

এই সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং ফারিহা শামস সেঁওতি, আর দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের ও রওনক হাসানকে। মুক্তিযুদ্ধের পটভূমিতে এই চরিত্রগুলো গল্পের গভীরতা ও আবেগকে তুলে ধরবে বলে প্রত্যাশা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *