শিরোনাম

অভিনেতা ফারহানের শারীরিক অবস্থা উন্নতির পথে

Views: 6

জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং হাসপাতালের এইচডিইউতে রয়েছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, যা চিকিৎসকদের দুশ্চিন্তার কারণ।

নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, ফারহানের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে। তিনি এখন খেতে পারছেন এবং স্বাভাবিকভাবে কথা বলছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তচাপ নিয়ন্ত্রণে এলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারহান। শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় তার রক্তচাপ বিপজ্জনকভাবে ৫০/৭০-এ নেমে যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

অভিনেতা ফারহান সম্প্রতি ‘সুইট ফ্যামিলি’ নাটকে অভিনয় করেছেন, যা পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। নাটকটি নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র তিন দিনে এটি ৪০ লাখ দর্শকের মন জয় করেছে এবং ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *