শিরোনাম

অভ্যুত্থানে শহীদদের নামে সড়ক নামকরণ

Views: 8

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে পটুয়াখালী জেলা প্রশাসন। ইতিমধ্যে, শহীদদের নামে বিভিন্ন সড়কের নামকরণের পাশাপাশি তাদের কবরস্থান ও সমাধি স্থল বাঁধাই করার বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পটুয়াখালী জেলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত হন ২৫ জন ছাত্র-জনতা, এবং আহত হন শতাধিক। আন্দোলনের সময়ে শহীদদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনও যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।

জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের কবরস্থানগুলো নির্দিষ্ট ডিজাইনে বাঁধাই করা হবে। এছাড়া, শহীদদের নামে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নামকরণ করা হবে। এসব পদক্ষেপের মাধ্যমে শহীদের আত্মত্যাগকে সম্মান জানানো হবে।

এদিকে, অনেক পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি শহীদ বা আহত হওয়ার ফলে তাদের আর্থিক অবস্থা এখন সংকটাপন্ন। এসব পরিবারের সাহায্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার দাবী করেছেন তারা।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানিয়েছেন, “২৪ তারিখের গণআন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা এবং নিহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি সহ অন্যান্য সহায়তা প্রদান করতে আমরা কাজ করছি।”

ইতিমধ্যে, পটুয়াখালী শহরের সার্কিট হাউজ চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার নামে হৃদয় তরুয়া চত্বর নামকরণ করা হয়েছে। তার বড় বোনকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরী দেওয়া হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *