শিরোনাম

অমিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রায়হান রাফী!

Views: 25

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নাটক প্রেমীরা কাজল আরেফিন অমি সম্পর্কে জানেন। বলা যেতে পারে, গত ৫ বছরে ইউটিউবে রীতিমতো ঝড় তুলে চলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ কর্তা। সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ‘হোটেল রিলাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ মুক্তি দিয়ে ভালোই প্রশংসা কুড়ান অমি।

বঙ্গ কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে, অমির প্রতিটি কনটেন্ট একটি থেকে অন্যটি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমে রেকর্ড ভেঙেছে! অমিকে সেই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সময়ের আরেক সুপারহিট নির্মাতা রায়হান রাফী।

জানালেন, নির্মাতা অমির গড়া ওটিটি রেকর্ড ভেঙে ফেলবেন রাফী। আর সেই কাজটি করবেন তার ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ দিয়ে।

বঙ্গের প্রযোজনায় ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ সম্পর্কে জানাতে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে পরিচালক রাফী বলেন, ‘আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায়। অমি আমার বন্ধু। সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে, সেগুলো অনেক রেকর্ড গড়েছে। আমি বঙ্গের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। অমিকে ছাড়িয়ে যাওয়ার জন্য এই কাজটি (ব্ল্যাক মানি) আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম!’

তিনি আরও বলেন, ‘অমির সঙ্গে রেকর্ড ভাঙার যুদ্ধ হবে। এই যুদ্ধটা হোক কাজ দিয়ে। প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছি। গল্পটি এমনভাবে তৈরি করেছি একেবারে শেষ দৃশ্যের আগ পর্যন্ত দর্শক বুঝতে পারবে না কী হতে যাচ্ছে।’

এদিকে রাফীর ‘ব্ল্যাক মানি’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন নায়ক রুবেল। এছাড়াও আছেন পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ।

নির্মাতা জানান, ৭ অক্টোবর থেকে সৈয়দপুরে ‘ব্ল্যাক মানি’র শুটিং শুরু হবে, নভেম্বরের শেষ এটি বঙ্গ অ্যাপে মুক্তি দেয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *