প্রখ্যাত ভারতীয় বাংলা সিনেমার পরিচালক অরুণ রায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭ টায় কলকাতার আর জি কর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বয়স ছিল ৫৬ বছর। দীর্ঘ এক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।
বিগত কিছু দিন ধরে ক্যানসারের সাথে লড়াইয়ের পর, তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং ফুসফুসের সংক্রমণ তাঁর জীবনকে আরো সংকটময় করে তোলে। চিকিৎসকরা জানান, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে দ্রুত ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর ফলে তাকে আর জি কর হাসপাতালের আইসিইউতে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় এবং পরবর্তীতে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল।
অরুণ রায়ের হাত ধরে ‘বাঘা যতীন’ সিনেমায় প্রথম অভিনয় শুরু করেন অভিনেতা কিঞ্জল, যিনি পেশায় চিকিৎসক। কিঞ্জল বলেন, “পরিচালককে ক্যানসার কাবু করে ফেলেছিল। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল, যার কারণে ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে।”
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অরুণ রায়ের পরিচালনায় ‘বাঘা যতীন’ সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন অভিনেতা দেব। মুক্তির পর সিনেমাটি দর্শকদের মন ছুঁয়ে যায়। কিছু দিন আগে দেব নিজেও হাসপাতালে অরুণ রায়কে দেখতে যান।
অরুণ রায়ের সাথে একাধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আনুশকা চক্রবর্তী। তিনি জানান, “গতকাল রাতে হাসপাতালে অবস্থার অবনতি ঘটেছিল। আজ সকাল সাড়ে ৬ টার দিকে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, হাসপাতালে ফোন দিয়ে এই খবর জানানো হয়।”
এমনকি তিনি আরও জানান, অরুণ রায়কে হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তবে তার মৃত্যুর আগে সেই আশা পূর্ণ হয়নি।
মো: আল-আমিন স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম