চন্দ্রদ্বীপ ডেস্ক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চ্যালেঞ্জের মধ্যে থেকেও অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে সাংবাদিক এহসান মাহমুদের বইয়ের পাঠ আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
রিজওয়ানা হাসান উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত তিন মাস ধরে অর্থনৈতিকভাবে সততার সঙ্গে কাজ করছেন, যা বিগত সরকারের সময় দেখা যায়নি। তবে ঋণ এবং পাওনা পরিশোধের জন্য নতুনভাবে অর্থের ব্যবস্থা করতে হচ্ছে, যা একটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ।”
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের নির্দেশনার সঙ্গে অভ্যস্ত হওয়ায় নতুন পরিবেশে কাজ করতে গিয়ে কিছুটা মানসিক দুর্বলতা দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা রয়েছে, এবং বিপুল আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। বিগত সরকারের নেতিবাচক এনার্জি আমাদেরও বিভ্রান্ত করে।”
অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহারাব হোসেন মন্তব্য করেন, “বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতির শিকার। যারা ক্ষমতায় থাকে তারা যেন দখলদার হয়ে ওঠে। এটি দূর করতে পারলে দেশের বৈষম্য কমবে।”
সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, “অন্দোলনকারীরা যদি দাবি করে, তাহলে পূর্ববর্তী সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ভিন্ন মতের চর্চা জরুরি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সমঝোতা প্রয়োজন, যাতে অস্থিরতা তৈরি না হয় এবং স্বৈরাচারের মিত্ররা আবার ফিরে আসতে না পারে।”