শিরোনাম

অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ: ১০০ দিনে অর্জন প্রধান উপদেষ্টা

Views: 17

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সবল হয়ে গেছে।” তিনি জানান, অর্থনীতির যে অস্থিতিশীল অবস্থায় সরকার দায়িত্ব গ্রহণ করেছিল, তা থেকে ১০০ দিনের মধ্যে দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, “১০০ দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে অস্থিতিশীল অবস্থায় ছিলাম, সেই অবস্থার থেকে আমরা এখন অনেক দূরে এসেছি। এই পরিবর্তন এসেছে আমাদের নিজস্ব নীতিমালা ও কার্যক্রমের মাধ্যমে।”

তিনি আরও জানান, “আমরা দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ছিল। কিন্তু এখন তা উন্নতির পথে। গত তিন মাসে কোনো রকমের হাত না দিয়েই আমরা প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে সক্ষম হয়েছি।”

এছাড়া, তিনি উল্লেখ করেন, “জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ ৪৭৮ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৬০ মিলিয়ন ডলারে আনতে পেরেছি, যা আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।”

ড. ইউনূস আরও বলেন, “আমরা বিভিন্ন সংস্থা ও দেশ থেকে সাহায্য গ্রহণের বিষয়েও আলোচনা করেছি। যদিও এখনও তা আসা শুরু করেনি, তবে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো দ্রুততম সময়ে সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই সাহায্য আসা শুরু হলে আমাদের অর্থনীতি আরও মজবুত ও আকর্ষণীয় হয়ে উঠবে।”

ভাষণে তিনি গত ১০০ দিনে সরকারের নানা কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমরা আন্দোলনে আহতদের পুনর্বাসন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি নিশ্চিত করেছি।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে দেশের অর্থনীতির উন্নতির পথে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন, “এই শক্তিশালী অর্থনীতি দেশের সাধারণ জনগণের উপকারে আসবে এবং সমৃদ্ধির পথ খুলে দেবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *