শিরোনাম

অর্থনৈতিক পুনর্গঠন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে ওপেন সোসাইটি ফাউন্ডেশন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস। বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

অ্যালেক্স সোরোস ও ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানায়।

গণঅভ্যুত্থান ও সংস্কার নিয়ে আলোচনা

বৈঠকে অ্যালেক্স সোরোস বলেন, “ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনীতি পুনর্গঠনের উদ্যোগ প্রশংসনীয়।”

তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান, আন্দোলনে হতাহতদের জন্য ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, সাইবার নিরাপত্তা আইন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

অ্যালেক্স সোরোস বলেন, “আমরা এসব ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।”

অর্থনৈতিক পুনর্গঠন ও সম্পদ পুনরুদ্ধার

প্রধান উপদেষ্টা শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে “সম্পদ সনাক্তকরণ” কার্যক্রমে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি “বিপর্যস্ত ও যুদ্ধবিধ্বস্ত” অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের গণমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা উপভোগ করছে, তবে ভুল তথ্য ও অপপ্রচার মোকাবিলার জন্য আরও প্রচেষ্টা দরকার।”

এলডিসি উত্তরণে সহায়তা

ওপেন সোসাইটি ফাউন্ডেশন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করে। অধ্যাপক ইউনূস এ পদক্ষেপকে স্বাগত জানান এবং বলেন, “আমাদের নিরবচ্ছিন্ন উত্তরণ নিশ্চিত করতে পরিকল্পনা করতে হবে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print