শিরোনাম

অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর পলিসি ঘোষণা অর্থ উপদেষ্টার

Views: 15

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদিও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কাজ সময় সাপেক্ষ, তবে ভবিষ্যতে এমন একটি পলিসি তৈরি করা হবে যাতে কেউ আর অর্থ পাচার করতে না পারে।

শনিবার (১৬ নভেম্বর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল “ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ” শীর্ষক, যেখানে দেশের আর্থিক খাতে চলমান চ্যালেঞ্জ ও সংস্কার নিয়ে আলোচনা হয়।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, “গত ১৫ বছরে আমাদের অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তার স্বল্পমেয়াদি সংস্কার কাজ চলছে। বর্তমানে বৈদেশিক মুদ্রায় কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। তবে পুরো অর্থনীতির আমূল পরিবর্তন দ্রুত সম্ভব নয়।” তিনি বলেন, সরকার এখন নতুন পথে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আসা সরকারগুলোকে এই পথ অনুসরণ করতে হবে, অন্যথায় দুর্নীতির পুনরাবৃত্তি হতে পারে।

বিশেষ অতিথি হিসেবে সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যও উন্নয়ন বয়ানের সমালোচনা করে বলেন, “যতটা প্রবৃদ্ধি দেখানো হচ্ছে, তার পেছনে তথ্য-উপাত্তের রাজনীতিকরণ রয়েছে। অর্থনীতির অনেক খাতে সঠিক পরিবর্তন আনা হয়নি, যা আমাদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।”

তবে তিনি দেশের আর্থিক খাতের উন্নয়নে স্থিতিশীলতা আনতে সরকারের কাছে আবেদন জানান। এর পাশাপাশি, দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিময় হার নিয়ন্ত্রণে নতুন পলিসি প্রণয়নও জরুরি বলে তিনি উল্লেখ করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *