চন্দ্রদ্বীপ ডেস্ক: অলিম্পিকে বাংলাদেশি ক্রীড়াবিদরা সাধারণত অংশগ্রহণ করেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন চার ডিসিপ্লিনের ৬ ক্রীড়াবিদের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করেছে। আরচ্যার আব্দুল হাকিম রুবেল, শুটিংয়ে শায়রা আরেফিন ও রবিউল ইসলাম, গলফে সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন এবং বক্সিংয়ে সেলিম হোসেন এখনো ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় রয়েছেন।
এদের সঙ্গে এই অপেক্ষামান তালিকায় যোগ দিয়েছেন স্প্রিন্টার ইমরানুর রহমান, সাতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন।
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। গত দুই বছরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অনেক টুর্নামেন্টে। এবার বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকে করার অপেক্ষায়। বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে প্যারিস অলিম্পিকে একটি কোটা দিয়েছে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এতে ইমরানুর রহমানের নাম দিয়েছে।