শিরোনাম

অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আফজাল হোসেন

Views: 25

পটুয়াখালী প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। বৃহস্পতিবার পটুয়াখালী পৌরসভার পিডিএসএ মাঠে গরীব অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু।

ত্রাণ বিতরণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান।

তিনি আরো বলেন, সমাজে শান্তি ফিরিয়ে আনতে ছাত্র সমাজসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ছাত্র সমাজকে ঢাল হিসাবে ব্যবহার করে যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর এবং সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানও বক্তব্য রাখেন।

পরে আফজাল হোসেন বিএনপি-জামায়াতের সন্ত্রাসের কারণে আহত দুমকী উপজেলার ছাত্রলীগ নেতা হাসান শিকদার ও ফারুক আহমেদকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *