শিরোনাম

অসহায় শীতার্তদের খুঁজে খুঁজে কম্বল দিচ্ছেন পটুয়াখালীর পুলিশ সুপার

Views: 38

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালী জেলায় গত ১০ দিন ধরে কনকনে শীতের কবলে পড়েছেন বহু দরিদ্র মানুষ। তাদের এমন কষ্ট লাঘবে সহায়তার হাত বাড়িয়ে দিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের জন্য কম্বল ও শীতবস্ত্র নিয়ে গত ৭ দিন ধরে প্রতি রাতে শহরের লঞ্চঘাট, চৌরাস্তা, বাসস্টান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে খুঁজে খুঁজে অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করছেন তিনি।

পুলিশ সুপারের সহায়তামূলক এ কার্যক্রমে সাথে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মাইনুল হাসান, রফিউদ্দিন মুহাম্মদ জুবায়ের, মো. সাজেদুল ইসলাম সজল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীমউদ্দীনসহ একদল পুলিশ সদস্য।

এই বিষয়ে পুলিশ সুপার বলেন, আমাদের সমাজে বহু সচ্ছল ব্যক্তি আছেন, শীত নিবারণের জন্য তাদের শরীর ধাপে ধাপে বিভিন্ন পোশাকে আবৃত করেন। লেপ, কমফোর্ট থাকার পরও বাড়িতে ব্যবহার করেন রুম হিটার, গ্রীজার। অথচ সেই সকল বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা প্রত্যেকে যদি অন্তত একজন করে শীতার্তকে সহায়তা করেন তবে দরিদ্র জনগণকে শীতের কষ্ট ভোগ করতে হয় না।
তিনি সকলকে এই শীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত জেলা পুলিশ ও তার ব্যক্তিগত সহায়তায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রাখবেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *