চন্দ্রদ্বীপ ক্রীড়া :: শিরোপার একদম কাছে গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার দলঅ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আফিফ হোসেন-তানজিদ হাসান তামিমদের।
রবিবার টপ এন্ড টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচে অ্যাডিলেডের কারছে আকবর আলীরা হেরেছেন ৩২ রানে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৭০ রানের লক্ষ্য দেয় অ্যাডিলেড। জবাব দিতে নেমে বাংলাদেশ থামে ১৩৭ রানেই। ফলে সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়েই।
১৭০ রানের লক্ষ্যে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩২ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ ও জিশান আলম। ১৮ রান করে আউট হন জিশান। ইমন রান না পেলেও তানজিদের ব্যাটে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ৭৩ রান তুলে ফেলে ওই ২ উইকেট হারিয়েই। তবে এরপরই যেন আকস্মিক এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশ ইনিংস।
এর আগে টম ও’কনেলের ব্যাটে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় অ্যাডিলেড। ৩৩ বলে ৫৩ রান করেন ও’কনেল। এছাড়া অধিনায়ক লিয়াম স্কটের ব্যাটে ৩০ (১৮ বলে) ও ছয়ে নামা রায়ান কিংয়ের ব্যাটে আসে ৩৫ (১৯ বলে) রান। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সেমিফাইনালের ম্যাচসেরা রিপন মন্ডল। তবে ফাইনালে ৩৭ রান দিয়ে বেশ খরুচেই ছিলেন রিপন। রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি এবং আফিফ হোসেন ধ্রুব পান একটি করে উইকেট।