চন্দ্রদীপ ডেস্ক :ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার টেলিভিশনে ভাষণ দিয়েছেন। শনিবার হামাস-ইসরায়েল হামলা পাল্টা হামলা শুরুর পর এই প্রথম তাকে দেখা গেল।
টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহু বলেন, আমরা অভিযানের তৃতীয় দিনে রয়েছে।
আমরা আমাদের ভূমির জন্য একটি অভিযানে আছি। আমরা অস্তিত্ব নিশ্চিতের যুদ্ধে আছি। এই যুদ্ধে আমরা জিতব।
এদিকে বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে সতর্ক করে দিয়ে বলেন, তার দেশ হামাসের বিরুদ্ধে প্রচণ্ড শক্তি ব্যবহার করবে।
গেল শনিবার সকালে হঠাৎই ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় দেড় হাজারের বেশি ইসরায়েলি-ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা কয়েক হাজার।