শিরোনাম

অস্ত্রের মজুত ফুরাচ্ছে ইউক্রেনের

Views: 51

চন্দ্রদীপ নিউজ ডেস্ক : ইউক্রেনের লড়াইয়ের সামর্থ্য মূল্যায়ন করতে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেছেন, পশ্চিমাদের সমন্বিত সহায়তা সত্ত্বেও লক্ষ্য অর্জনে সক্ষম নয় ইউক্রেনের সশস্ত্র বাহিনী। রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুদ্ধের প্রাথমিক ফলাফল দেখা যাচ্ছে, ইউক্রেনের সামরিক সরঞ্জাম প্রায় ফুরিয়ে গেছে।

এমন এক সময়ে তিনি এ কথা বললেন যখন ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় দুটি শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দিনের শুরুতে লুতস্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত হন। হামলা হয়েছে পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরেও। সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের সম্মুখভাগ থেকে অনেক দূরের এসব শহরে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী।

প্রায় তিন ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় দেশটির পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর লিভিভের একটি খেলার মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ভস্মীভূত হয় একটি পাঁচতলা ভবন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *