শিরোনাম

অহনা রহমান অভিনয় থেকে বিরতি নেবেন, ২৫ সালের পর কাজ কমাবেন

Views: 8

২০২৪ সাল সম্পর্কে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান বলেন, তার জীবনে অনেক কিছু ঘটেছে, এবং তিনি আগামী বছর ২৫ সাল থেকে অভিনয় জগতে কাজ কমিয়ে দেবেন।

অভিনয় থেকে বিরতি নেবার কারণ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, তখন অহনা সরাসরি জানান, “না, আমি বিয়ে করছি না। কারণ, এখন আর প্রেম-ভালোবাসা বিশ্বাস করি না, তাই বিয়ে নিয়েও ভাবি না।”

তিনি আরও বলেন, “একসময় মা অনেক চাপ দিয়েছেন বিয়ের জন্য, কিন্তু যখন তিনি বুঝলেন আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি, তখন থেকে আর আমাকে চাপ দেননি।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে অহনা বলেন, প্রেম-বিয়েতে কষ্ট পাওয়ার পর তিনি এখন বিয়ে নিয়ে ভাবছেন না।

অহনা আরও বলেন, “ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালে আমি পারলে কাজ করব না, আর কাজ করলেও সেটা খুবই কম হবে।”

তিনি ব্যক্তিগত জীবন নিয়েও কিছু কথা বলেন, “এখন আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। আমার মন ভেঙে গেছে, তাই কাউকে বিশ্বাস করতে পারি না। মনে হয়, আমার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষই স্বার্থপর।”

অহনা ২০০৭ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন এবং তার সাম্প্রতিক জনপ্রিয় কাজ ‘প্রবাসীর স্ত্রী’ নাটক। এই নাটকে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন তিনি, যা দর্শকদের মন জয় করেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *