মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক প্রতিষ্ঠানটি থেকে অবসর নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত পুরোপুরি তার ব্যক্তিগত অনুভূতির ওপর নির্ভর করবে। এখনই এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তার নেই।
টিম কুক বলেন, “আমি অ্যাপল ভালোবাসি। এখানে কাজ করা আমার জীবনের সৌভাগ্য। যতক্ষণ না আমার ভেতরের কণ্ঠ বলছে যে সময় হয়েছে, ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাব। এরপর হয়তো পরবর্তী অধ্যায়ের দিকে নজর দেব।”
টিম কুক ২০১১ সাল থেকে অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে তার যাত্রা শুরু ১৯৯৮ সালে। দীর্ঘ ২৬ বছরের এই পথচলায় তিনি অ্যাপলের চিফ অপারেটিং অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সিইও হওয়ার পর অ্যাপলের পণ্য এবং পরিষেবার বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়ে তিনি প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।
অ্যাপলের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত কুক বলেন, “অ্যাপল ছাড়া আমার জীবন কেমন হবে তা কল্পনাই করতে পারি না। এখানে কাটানো সময় আমার কাছে অমূল্য।”
অ্যাপলে যোগদানের আগে টিম কুক ১২ বছর আইবিএমে কাজ করেছেন। কিন্তু অ্যাপলের সঙ্গেই তার নাম বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম