চন্দ্রদ্বীপ ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মটি প্রায়ই বিশ্বের নানা দেশের পুরোনো সিনেমা, নাটক ও টেলিছবি উন্মুক্ত করে থাকে। তারই অংশ হিসেবে বিশ্বজুড়ে অ্যামাজন প্রাইমে মুক্তি পেল ‘কাজল’। এর আগে এতে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে। যেমন অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, রুবাইয়াত হোসেনের ‘মেইড ইন বাংলাদেশ’, শাকিব খানের ‘নবাব’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, রুবেল হাসানের ‘মনে প্রাণে’ প্রভৃতি।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ‘কাজল’। এতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।
গ্লোবাল দর্শকদের কথা ভেবে অ্যামাজন প্রাইমে ‘কাজল’ নাটকের ইংরেজি সাবটাইটেল রয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রথম মুক্তি পায় ‘কাজল’।