শিরোনাম

আইনজীবীকে মেরেও আমাদের ফাঁদে ফেলতে পারেনি: ঝালকাঠিতে ডা. শফিকুর রহমান

Views: 7

চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে হত্যা করার পরও একটি উগ্রবাদী গোষ্ঠী তাদের পাতানো ফাঁদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন। সোমবার সকালে ঝালকাঠি জেলা জামায়াতের আয়োজনে শহরের পূর্ব চাঁদকাঠির একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বক্তৃতার শুরুতেই ডা. শফিকুর রহমান গত সাড়ে ১৫ বছরের স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দক্ষিণ অঞ্চলের প্রধান তিনটি ইসলামী মারকাজের মধ্যে দুটিতে আজ দোয়া নিতে এসেছি। একটি ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ও অন্যটি পিরোজপুরের ছারছীনা দরবার শরিফে। এটি কোনো সাংগঠনিক কর্মসূচি না হলেও জেলা জামায়াতের উদ্যোগে এ সংক্ষিপ্ত সমাবেশেও উপস্থিত হয়েছি।”

ডা. শফিক আরও বলেন, “ক্ষমতায় গিয়ে অনেকে নিজেদেরকে দেশের মালিক ভাবেন আর জনগণকে ভাড়াটিয়া মনে করেন। আমরা খেদমত করার সুযোগ পেলে সেবক হিসাবে কাজ করব, মালিক হিসাবে নয়।”

সোমবার দুপুরে স্বরূপকাঠির জগন্নাথকাঠি বাজারে এক পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, “গণ-অভুত্থানে বিতাড়িত আওয়ামী লীগ সরকার মাওলানা মো. দেলাওয়ার হোসাইন সাঈদীসহ হাজারও নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আল্লাহ আমাদের জালিমমুক্ত করেছেন।” এরপর তিনি ঐতিহাসিক ছারছীনা দরবারে গিয়ে মরহুম পিরদের মাজার জিয়ারত করেন এবং দরবারের সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

গৌরনদী বাসস্ট্যান্ডে পথসভায় তিনি বলেন, “আমাদের আকাশে কালো সূর্য এবং কালো মেঘ ঘোরাফেরা করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। দেশের জন্য জীবন দেব, তবুও দেশের একমুঠো মাটি কাউকে দেব না।”

মাদারীপুরে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল। মানুষ খুন, গুম হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে। যারা এ কাজ করেছেন তারা শাসক বানানো হয়নি, তারা নিজেই শাসক হয়েছেন।”

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোবারক হোসাইন, মাসুদ সাঈদী, বরিশালের জেলা আমিরসহ ঝালকাঠি ও পিরোজপুর জেলার নেতাকর্মীরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *