শিরোনাম

আওয়ামী লীগকে আর টোকাইয়াও খুঁজে পাওয়া যাচ্ছে না: রুমিন ফারহানা

Views: 21

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, “আওয়ামী লীগকে আর টোকাইয়াও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।” তিনি রোববার (২০ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। সভাটি ভাষাসংগ্রামী অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।

রুমিন ফারহানা বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছিল। তখন একটিও কান্না হয়নি। এত বছর পরে ৫ আগস্ট আবার একই ঘটনা ঘটেছে। হাসিনা একদিকে পালিয়েছে, আর মানুষের ঘরে খুশি।” তিনি আরও বলেন, “ভোটের কোনো নিশানা দেখি না। সাবধান করে দেই, এ দেশের মানুষ ভোটের জন্য বারবার আন্দোলন করেছে। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মানুষ যাকে খুশি, তাকেই বেছে নেবে।”

সাবেক সংসদ সদস্য রুমিন বলেন, “বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কখনো আসতে দেব না।” আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক এবং জেলা যুবদলের সাবেক সদস্যসচিব আলী আজম। সভা শেষে প্রয়াত অলি আহাদের স্মরণে দোয়া করা হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *