শিরোনাম

আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

Views: 9

যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি সোমবার (১৮ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, যখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ওপর সমালোচনার বিষয়টি উঠে আসে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিলার বলেন, “আমরা বাংলাদেশের মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করি এবং আশা করি, সরকার এই ধরনের আন্দোলনকে সহিংসভাবে দমন করবে না।” তিনি আরও বলেন, “বিশ্বের সব দেশেই আমরা একই কথা বলি—শান্তিপূর্ণ আন্দোলন দমন না করা উচিত, বরং তা সমর্থন করা উচিত।”

প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের ‘নূর হোসেন দিবস’ উপলক্ষে সমাবেশের ঘোষণা ও এতে পুলিশের বাধার বিষয়ে প্রশ্ন ওঠে। এছাড়াও, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়েও আলোচনা করা হয়। সাংবাদিকরা জানতে চান, এসব বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা সরকারের সঙ্গে কোনও আলোচনা করেছে কিনা।

এ প্রসঙ্গে মিলার বলেন, “বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে আমি এখানে কিছু বলব না। তবে আমরা সরকারের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি এবং আশা করি সরকার কোনওভাবেই সেই আন্দোলন দমন করবে না।”

এ সময় সাংবাদিকরা বাংলাদেশ সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে জানতে চাইলেও মিলার স্পষ্ট করে কিছু বলেননি।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *