শিরোনাম

আওয়ামী লীগ জনগণের সম্পদ খায় না: প্রধানমন্ত্রী

Views: 44

চন্দ্রদ্বীপ নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতাকর্মীরা আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগ জনগণের দল। এই রমজানে দলের নেতাকর্মীরা দুস্থ মানুষের সেবা করেছে। কারণ আওয়ামী লীগ জনগণের সম্পদ খায় না; বরং জনগণকে কিছু দেয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় ঈদের আনন্দ ভাগ করতে সব শ্রেণি পেশার মানুষ হাজির হয়েছিলেন গণভবনে। দলের কেন্দ্রীয় নেতা পরিবারের সদস্য এবং ছোটবোন শেখ রেহানাকে নিয়ে মঞ্চে উঠে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এবারের ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে— এ প্রত্যাশার কথা জানান সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। নেতাকর্মীরা যেকোনো দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ায়।

পরে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং মিশন প্রধানরা শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী সঙ্গে। এছাড়া উচ্চ আদালতের বিচারপতি এবং ঊর্ধ্বতন সামরিক এবং অসামরিক কর্মকর্তারাও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *