শিরোনাম

আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Views: 87

 

বরিশাল অফিস: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চতুর্থ আবাসিক ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলটি আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয় ট্রেজারার দপ্তর সূত্রে জানা যায়, আগামীকাল সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে কোঅরডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের তথ্যমতে, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের মার্চে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের কাজ সম্পন্ন হয়। এতে ডাবলিং করে প্রায় ছয় শত ছাত্রী থাকতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাঁর মায়ের নামে ছাত্রী হলটি “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” উদ্বোধন করবেন আগামীকাল। পুরো বিশ্ববিদ্যালয় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।” হলটির উদ্বোধনের মধ্য দিয়ে ছাত্রীদের আবাসন সংকট কিছুটা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক বদরুজ্জামান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *