শিরোনাম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামাত-শিবিরকে বয়কট করার আহবান: শাহজাহান খান এমপি

Views: 55

 

বরিশাল অফিস : বরিশাল জেলা ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৮সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় নগরীর সুরভী পাম্প সংলগ্ন শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যলয়ের সভা কক্ষে। উক্ত জরুরি সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো : আবু সাঈদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক মো : ওসমান আলী, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো: ইউসুফ হাওলাদার, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ
হোসেন কালাম মোল্লা।

বক্তব্য কালে প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌ পরিবহন মন্ত্রী মো: শাজাহান খান এমপি বলেন মাননীয় প্রথানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার শ্রমিকদের সার্থে সব সময় কথা বলেন। দেশের সকল শ্রমিক যেভাবে ভালো থাকবে সেই দিকনির্দেশনা দিয়ে আমাদের পরামর্শ দিয়ে থাকেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত শিবিরকে বয়কট করে আওয়ামী লীগের সাথে থাকার অনুরোধ জানিয়েছেন সাবেক এই মন্ত্রী।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক মো : ওসমান আলী বলেন ট্রাক
মালিক ও শ্রমিক একটি গাছ যা একে অপরের সাথে অংগঅংঙ্গীক ভাবে জড়িত, মালিক যেমন শ্রমিক ছাড়া অচল আবার একজন শ্রমিকও মালিক ছাড়া চলতে পারে। তাই আমি বলবো সকল বিভেদ মুছে সকলে একহয়ে কাজ করতে হবে।

এতে করে সংগঠন শক্তিশালি হবে পাশাপাশি শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করে নিজেদের দাবি আদায়ে শক্ত ভুমিকা রাখতে পারবে। তিনি আরও বলেন বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ আমাদের আন্দোলনের ফসল, তাই এই আইনকে সন্মান জানিয়ে, নিজেদের পরিরের কথা চিন্তা করে এবং দুর্ঘটনা এড়াতে সাবধানে গাড়ি চালানোর অনুরোধ করেন।

অনুষ্ঠানের বক্তব্য শেষে বরিশালে চলমান দুইটি ট্রাক শ্রমিক ইউনিয়নকে ভেঙে শ্রম অধিদফতর আইন ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর নীতিমালা অনুসারে সাধারণ সভার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপস্থিতিতে একটি নতুন কমিটি উপহার দেয়ার লক্ষে বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো : আবু সাঈদকে আহবায়ক, কালাম মোল্লাকে ১ নং যুগ্ম আহবায়ক ও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো: ইউসুফ হাওলাদারকে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করে আগামী একমাসের জন্য অনুমোদন করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সভাপতি এবং সাধারণ সম্পাদক। জরুরি সভায় নিজেদের এবং সংগঠনের বিভিন্ন সমস্যার কথা
তুলে ধরে বক্তব্য রাখেন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *