অফিস, আদালত, শিল্প-কারখানা কিংবা বাসা-বাড়িতে আগুন লাগলে মানুষের মতো করে আশপাশের লোকজনকে বাংলা ও ইংরেজী ভাষায় ডেকে সতর্ক করার পাশাপাশি এ্যালার্ম বাজিয়ে সতর্ক করে দিবে ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদারের উদ্ভাবিত ‘অগ্নি’ নামের ডিভাইস। অগ্নি ডিভাইসটির প্রধান কাজ হলো বাসা-বাড়ি, অফিস-আদালত, শিল্প-কারখানার গ্যাস লাইন থেকে গ্যাস লিকেজ হলে এটি গ্যাস সনাক্ত করে সেকেন্ডের মধ্যে অটোমেটিক গ্যাস লাইন এবং বাসার গ্যাস সিলিন্ডার বন্ধ করে দিবে। পাশাপাশি রেড সিগন্যাল দিবে এবং এ্যালার্ম বাজিয়ে আশপাশের লোকজনকে সতর্ক করবে। এছাড়া, গ্যাস ছড়িয়ে পড়ার আগেই এটি গ্যাস বাসার বাহিরে বের করে দিবে। সেখানে যদি আগুন লাগে বা অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটে, তাহলে ‘অগ্নি’ ডিভাইসটি সেকেন্ডের মধ্যে আশপাশের লোকজনকে সতর্ক করে দিবে।
এমনই একটি কার্যকরী ডিভাইস উদ্ভাবন করেছেন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদার। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করা ইরান সরদার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স নিয়ে পড়াশোনা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “আমাদের দেশে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটছে যা একটি ভয়াবহ দূর্যোগে রূপ নিয়েছে। গ্যাস লাইন লিকেজ এবং মানুষের অসাবধানতা এর প্রধান কারণ। এই সমস্যার সমাধান হিসেবে ‘অগ্নি’ ডিভাইসটি উদ্ভাবন করা হয়েছে।”
ইরান সরদার আরও জানান, “সর্বশেষ বাংলাদেশের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমি এই ডিভাইসের উদ্ভাবনে মনোনিবেশ করি এবং সফলভাবে এটি তৈরি করতে সক্ষম হয়েছি। এর জন্য মোট খরচ হয়েছে মাত্র পাঁচ টাকা।” তিনি আশা করছেন, সরকারি কিংবা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহায়তা পেলে ‘অগ্নি’ ডিভাইসটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব হবে এবং দেশের বড় বড় অগ্নিকাণ্ড থেকে মানুষ এবং সম্পত্তি রক্ষা করা যাবে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, “বাংলাদেশে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়েছে। ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদারের উদ্ভাবিত ‘অগ্নি’ ডিভাইসটি একটি সময়োপযোগী উদ্ভাবন। এটি দেশে অগ্নি দুর্ঘটনা কমাতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্যানুসারে, ২০২৩ সালে সারাদেশে ২৭ হাজার ৬২৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে প্রায় ৭৯২ কোটি টাকা ক্ষতি হয়েছে। এসব দুর্ঘটনা থেকে সুরক্ষা দিতে ইরান সরদারের ‘অগ্নি’ ডিভাইসটি বেশ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম