বরিশাল অফিস: ইতিহাসের স্মরনাতীত কালের জমকালো বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্র্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি
হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন করেন বরিশাল জেলা আওয়ামী লীগৈর নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠের মঞ্চে উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ এর সভাপতিত্বে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, জাতির পিতার দৌহিত্র সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ।