বরিশাল অফিস: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের রাজাপুর গ্রামে সোনার বাংলা নবীন সংঘের আয়োজনে সংঘ চত্ত্বরে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীর উপরে এক সেমিনার ও নজরুল সংগীতের আয়োজন করা হয়। সেমিনারে অংশগ্রহণ করেন শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সাংস্কৃতিককর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।
সেমিনারে সভাপতিত্ব করেন সোনার বাংলা নবীন সংঘর সভাপতি তপন কুমার অধিকারী।
সেমিনারে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী ও সাম্যবাদী চেতনার কবি। দেশ স্বাধীনের সময় তার লেখনির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের শক্তি ও সাহস যুগিয়েছিলেন “কারার ঐ লোহকপাট, ভেঙ্গে ফেল, কর রে লোপাট, রক্ত-জমাট” এ রকম অসংখ্য কবিতার ও গান লিখেছিলো।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য, নজরুল গবেষক প্রফেসর ড. প্রদীব কুমার নন্দী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সোনার বাংলা নবীন সংঘর সাধারণ সম্পাদক শিল্পী বাগ্চী, রতন রায়।
শেষে সন্ধ্যায় নজরুল সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।