চন্দ্রদীপ নিউজ: দীর্ঘ প্রায় পাঁচ বছরের অধিক সময় পর বরিশালে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ার।
বঙ্গবন্ধু পরিবারের সাথে এ অঞ্চল এবং মানুষের মাঝে রয়েছে রক্ত, আত্মীয়তা এবং আত্মার অবিচ্ছেদ্য সম্পর্ক। তাইতো গত ১৫ বছরে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বরিশাল বিভাগে দৃশ্যমান উন্নয়ন হয়েছে সবচে বেশি।
পদ্মা সেতু, পায়রা সেতু, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়াও এ অঞ্চলের মানুষের প্রত্যাশিত যতো উন্নয়ন ছিল তা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়গুলো স্মরণ করিয়ে যেমন দেবেন এ অঞ্চলের মানুষেরাও তাঁর যোগ্য প্রতিদান ব্যালটের মাধ্যমে আগামী ৭ জানুয়ারী দিবেন। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।