শিরোনাম

আঞ্জুমান শিল্পীর পরিবারের ব্যাংক হিসাব জব্দ, দুদকের অনুসন্ধান শুরু

Views: 10

বাংলাদেশের চলচ্চিত্রজগতের পরিচিত মুখ আঞ্জুমান শিল্পী, নব্বই দশকের মাঝামাঝি সময় ‘বাংলার কমান্ডো’ সিনেমার মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু করেন। এরপর একে একে ৩৫টি চলচ্চিত্রে কাজ করেন। বিশেষ করে, সালমান শাহর সঙ্গে ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। যদিও বিগত দুই দশক ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন, তবে মাঝে মধ্যে টেলিভিশন নাটক ও উপস্থাপনায় সক্রিয় ছিলেন।

আঞ্জুমান শিল্পী সম্প্রতি আলোচনায় এসেছেন তার স্বামী আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী এইচ বি এম ইকবালের কারণে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এইচ বি এম ইকবাল এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশনা জারি করেছে।

বিএফআইইউ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিন এই হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এমনকি একক নামে কোনো প্রতিষ্ঠান থাকলে তার হিসাবও জব্দ করতে বলা হয়েছে।

এইচ বি এম ইকবাল, যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এবং প্রিমিয়ার গ্রুপের মালিক, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনৈতিক সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। গুলশানে হোটেল রেনেসাঁ, হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অভিযোগের তদন্ত শুরু করেছে।

নব্বইয়ের দশকে টানা কয়েক বছর চলচ্চিত্রে অভিনয়ের পর ঢালিউডে অশ্লীলতার কারণে আঞ্জুমান শিল্পী নিজেকে চলচ্চিত্র থেকে গুটিয়ে নেন। এ প্রসঙ্গে তিনি একবার বলেছিলেন, “চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দিয়েছি কারণ তখন চলচ্চিত্রে অশ্লীলতার জোয়ার ছিল। তাই ২০০১ সালের পর আমি চলচ্চিত্র ছেড়ে নাটকে কাজ শুরু করি এবং ২০১৪ সাল পর্যন্ত নাটকে কাজ করেছি।”

চলচ্চিত্রে আসার গল্প সম্পর্কে আঞ্জুমান শিল্পী বলেছিলেন, “আমার চৌদ্দ পুরুষের কেউ চলচ্চিত্রে কাজ করেনি। স্কুলে পড়ার সময় একদিন ভাইয়ের বন্ধু আমাকে দেখে বলল, ‘তুমি অ্যাড করো না কেন?’ তারপর দুটি অ্যাড করার পর চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব আসে।”

বর্তমানে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সক্রিয় এই শিল্পী নতুন করে আলোচনায় এসেছেন তার স্বামী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা ব্যাংক জব্দ সংক্রান্ত অভিযোগের কারণে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *