চন্দ্রদীপ নিউজ ডেস্ক: রাজধানী মস্কোর প্যাট্রিয়ট পার্কে চলছে ইউক্রেন যুদ্ধে আটক পশ্চিমা অস্ত্রের প্রদশর্নী।
প্রদশর্নীতে স্থান পেয়েছে অস্ট্রেলিয়ান বুশমাস্টার সাঁজোয়া যান, একটি আমেরিকান এপিসি এম-১১৩, একটি সুইডিশ বিএমপি সিভি৯০-৪০, একটি ফ্রেঞ্চ এএমএক্স-১০ আরসিআর চাকাযুক্ত ট্যাঙ্ক, ব্রিটিশ হাস্কি ও মাস্টিফ সাঁজোয়া যান এবং একটি এটি- ১০৫ স্যাক্সন সাঁজোয়া যান।
রুশ সেনাবাহিনী কোথায় এবং কোন পরিস্থিতিতে অস্ত্রগুলো আটক করেছিল তার বিস্তারিত বিবরণ সংযুক্ত করে দেয়া হয়েছে।
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
প্রদর্শনী পরিদর্শন করে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মেদভেদেভ বলেন,‘এটা একেবারেই পরিষ্কার যে আমরা এই সব (পশ্চিমা) অস্ত্রগুলো কার্যকরভাবে মোকাবেলা করতে শিখেছি। শত্রু পক্ষ থেকে যে পাল্টা আক্রমণের চেষ্টা করা হয়েছে, তা মূলত দাঁতহীন এবং ব্যর্থ হয়েছে।
তাস অবলম্বনে মোহাম্মদ খান।