ইংরেজী নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে আতশবাজি ও ফানুসের আগুনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার মধ্যে মিরপুর, ধানমন্ডি, ও ল্যাবএইড সংলগ্ন এলাকায় আগুন লাগার ঘটনা উল্লেখযোগ্য। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুরে ডাস্টবিনে আগুন ধরলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তবে ধানমন্ডির একটি দোকানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১ জানুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়, তবে আগুন নিভে যায়। অন্যদিকে, রাত ১২টা ৫৩ মিনিটে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের পিছনে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি, তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ইংরেজী নববর্ষের আনন্দ উদযাপন উপলক্ষে আতশবাজি ও ফানুসের কারণে এ আগুনের সৃষ্টি হয়েছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম