শিরোনাম

আত্মগোপনে আওয়ামী আইনজীবীরা

Views: 34

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনরোষে গণভবন লুটপাট হয়। সংসদ ভবন আক্রান্ত হয়। গুটিকয়েক বাদে আক্রান্ত হয় দেশের সব থানা। আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় অনেকগুলো থানা। আক্রমণে ৪০ এর অধিক পুলিশ সদস্য নিহত হন। নিহত হন হাজারেরও অধিক আন্দোলনকারী।

দেশের ইতিহাসে নজীরবিহীন এ আন্দোলনের পর জনরোষ থেকে বাঁচতে আত্মাগোপনে যান আওয়ামী লীগের সুবিধাভোগীরা। হেভিওয়েট নেতা থেকে মাঝারি নেতা পাতি নেতা এমনকি আওয়ামী লীগের সক্রিয় কর্মীরা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের হেভিওয়েট, মাঝারি ও পাতি আইনজীবী নেতিারা।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৪ আগস্ট প্রথমবারের মতো ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *