Views: 52
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকী উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের চেয়ারম্যানই আত্মগোপনে চলে গেছেন।
শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলি মৃধা ও পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান অফিস করলেও বৃহস্পতিবার (২২আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় বাকি তিন জনকে পাওয়া যায়নি।
তারা হলেন – মুরাদিয়ার চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর, লেবুখালী ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম তুহিন।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহীন মাহমুদ বলেন, সবার সাথেই আমার যোগাযোগ(ফোনে) রয়েছে।
যেহেতু তিন জন (মুরাদিয়া, আঙ্গারিয়া, লেবুখালী ) অফিস করছে না তাই তাদের আইডি নিয়ে নিয়েছি। বাকি দুইজন (শ্রীরামপুর, পাঙ্গাশিয়া) অফিস করছেন।