মো:আল-আমিন, পটুয়াখালী: ৫০তম গ্রীষ্ম কালীন আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ফুটবল খেলায় পটুয়াখালী জেলায় চ্যাম্পিয়ন হয়েছে দুমকী উপজেলার বালিকা ফুটবল দল।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সময় পটুয়াখালী ডিসি কোর্টের সামনের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলার সদর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দুমকী উপজেলার বালিকা দল।
এ উপজেলাকে প্রতিনিধিত্ব করে দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল ।
এর আগে (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন জানান, উক্ত প্রতিযোগীতার দুমকীতে ৬টি বালিকা দল অংশ গ্রহন করেন ।