শিরোনাম

আন্দোলনে ছাত্র জনতা সু-চিকিৎসা নিশ্চিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন

Views: 18

বরিশাল অফিস :: বৈষম্য বিরোধী আন্দোলনে বরিশালের নিহত ও আহত ছাত্র জনতা সু-চিকিৎসা নিশ্চিতকরণের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল যুব ফাউন্ডেশন।

সোমবার ( ৭ আগস্ট) দুপুর ১২ টার দিকে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় এবিপাটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সুজন এ সময় তিনি জানান,তাদের আত্মত্যাগের বিনিময়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। প্রথমে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া সকল বীর যোদ্ধাদের। তাদের রুহের মাগফেরাত কামনা করেন ।

এ সময় তিনি জানান,বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা জুলাই থেকে আগস্ট ৫ তারিখ পর্যন্ত। যে সকল ছাত্র জনতা আহত হয়েছেন তাদের তালিকা প্রণয়নের সাথে সাথে সু-চিকিৎসা নিশ্চিত করা জরুরি প্রয়োজন। অতীব দুঃখের বিষয় ৫ আগস্ট এর পর লক্ষ্য করা গেছে যে, বিজয়ের পরে সত্যিকারের আহত ছাত্র জনতা সব থেকে বৈষম্যের স্বীকার হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে আহত ছাত্রজনতা মৃত্যুর শিকার হতে হচ্ছে। আর্থিক কারণে অনেকে সু-চিকিৎসার অভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আহত ছাত্র জনতা চিকিৎসা করাতে পরিবারের উপর চাপ এবং আর্থিক সমস্যার দৃশ্যমান হচ্ছে ।

এ এমতাবস্থায় সকল কিছু বিবেচনা করে IDEB জেনিক, বরিশাল শাখা, এবি পার্টি এবং বরিশাল যুব ফাউন্ডেশন যৌথভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, পেশাজীবী, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবক সমন্বয়ে একটি টিম গঠন করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সুজন, ইঞ্জিনিয়ার কল্লোল চৌধুরি, ডাক্তার তানভীর, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন এবং ইঞ্জিনিয়ার জি এম রাব্বী নেতৃত্বে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের নিয়ে Save Our Real Heroes Campaign চালু করা হয়।
উক্ত কার্যক্রমকে সুসংগঠিত ও আহত ছাত্র জনতার সু চিকিৎসা নিশ্চিত দাবি পূরণে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (যুগ্ম সাধারণ সম্পাদক) আমার বাংলাদেশ (এবি পার্টি) এবং ঢাকা মেডিক্যালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল আহাদ সর্বাত্মক সহযোগিতা করছেন বলে তারা দাবি করেন।

এ সময় তারা ৫ দফা দাবি বাস্তবায়নের প্রস্তাব করেন।

১. আহত ও গুরুতর আহত ছাত্র জনতার সর্বোচ্চ সু- চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করা।

২. সকল আহতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহায়তা করা।

৩. গুরুতর আহতদের প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহায়তা করা।

৪. বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে আন্দোলনের সময় সত্যিকারের কী হয়েছিল? সুষ্ঠু তদন্তের মাধ্যমে আহত

ও নিহতদের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য তথ্য ও উপাত্ত দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সহায়তা করা।

৫. আহত ছাত্র জনতার স্ব স্ব প্রতিষ্ঠান, এলাকা ও রাষ্ট্রীয়ভাবে অনুপ্রেরণা হিসেবে সম্মাননা প্রদানের সহায়তা করা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *